ইমেরিটাস অধ্যাপক সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের প্রয়াণ

সৈয়দ মনজুরুল ইসলাম
সৈয়দ মনজুরুল ইসলাম | ছবি: সংগৃহীত
2

ইমেরিটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (শুক্রবার, ১০ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

আগামীকাল (শনিবার, ১১ অক্টোবর) সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সৈয়দ মনজুরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হবে। তাকে পরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন প্রকাশক মাজহারুল ইসলাম।

জানা যায়, গত ৩ অক্টোবর থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সৈয়দ মনজুরুল ইসলাম। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতেই তার হার্টে দুটি রিং পরানো হয়।

আরও পড়ুন:

রোববার সন্ধ্যায় অবস্থা ‘সংকটাপন্ন’ হলে তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়। এর পর আজ শুক্রবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফের লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।

সিলেট শহরে সৈয়দ আমিরুল ইসলাম এবং রাবেয়া খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন সৈয়দ মনজুরুল ইসলাম। ১৯৬৬ সালে তিনি সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা এবং ১৯৬৮ সালে সিলেট এমসি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হন।

এরপর যথাক্রমে ১৯৭১ এবং ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি কানাডা যান এবং ১৯৮১ সালে কিংস্টনের কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এএইচ