লক্ষ্মীপুরে ঘুরে ঢুকে মা ও মেয়েকে গলাকেটে হত্যা

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা
ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা | ছবি: সংগৃহীত
0

লক্ষ্মীপুরে ঘুরে ঢুকে মা ও কলেজ শিক্ষার্থী মেয়েকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যার পর রামগঞ্জের পশ্চিম শ্রীরামপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়ার অভিযোগ স্বজনদের। হত্যাকাণ্ডের শিকার জুলেখা রামগঞ্জের সোনাপুর বাজারের ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী ও তাদের উচ্চ মাধ্যমিক পড়ুয়া সন্তান মিম।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার জামিলুল হক জানান, ঘটনার পরপরই হত্যাকাণ্ডের স্থল পরিদর্শন করেছে পুলিশ।

আরও পড়ুন:

রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পিবিআইসহ পুলিশের একাধিক দল।

তবে, ধারণা করা হচ্ছে মূল্যবান সামগ্রী লুট করতে সন্ধ্যার পর বাড়ির পুরুষ সদস্যদের বাইরে থাকার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা বাসায় ঢুকে-মা মেয়েকে হত্যা করেছে।

সেজু