পাহাড়ের শিক্ষার্থীদের জন্য সরকারি সুবিধা চান ডাকসু জিএস ফরহাদ

মোটরসাইকেল বহরে নিজ এলাকা প্রদক্ষিণ করেছেন ফরহাদ
মোটরসাইকেল বহরে নিজ এলাকা প্রদক্ষিণ করেছেন ফরহাদ | ছবি: এখন টিভি
0

পাহাড়ের স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের অনেক বেশি ব্যাক-আপ ও সুযোগ-সুবিধা দেয়া উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসু সাধারণ সম্পাদক এসএম ফরহাদ হোসেন। আজ (মঙ্গলবার, ৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের পর প্রথমবার নিজ জেলা রাঙামাটিতে ফিরে সংবর্ধনা পান তিনি। এ সংবর্ধনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘পার্বত্য অঞ্চলে একটু গুরুত্ব দিলেই অসংখ্য সর্বমিত্র, হেমা চাকমা, সাদেক কায়েম তৈরি করা সম্ভব হয়ে উঠবে।’ 

আজ সকালে ফরহাদ রাঙামাটি পৌঁছে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়ে শহর প্রদক্ষিণ করেন। পরে বনরূপায় আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদরাসায় তাকে সংবর্ধনা দেয়া হয়।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসএম ফরহাদ হোসেন পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের শিক্ষার মান নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘পাহাড়ে যে বাঙালি, মারমা, চাকমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য সম্প্রদায় পড়াশোনা অধ্যায়ন করে, সে নিতান্তই অনেক পিছিয়ে পড়া পরিবেশের মধ্য দিয়েই অধ্যায়ন করে। যাতায়াত সমস্যা, বিদ্যালয়ে সুযোগ-সুবিধার স্বল্পতা, শিক্ষক সংকট, ইন্টারনেট বিহীন এলাকা, মেডিক্যাল সাপোর্ট সংকট সবকিছুর মধ্য দিয়েই বেড়ে উঠতে হয়।’

এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন— রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ, রাঙামাটি সাংসদীয় আসনের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোখতার আহম্মদ, জেলা জামায়াতের সেক্রেটারি মানছুরুল হক, জেলা ছাত্রশিবির সভাপতি শহিদুল ইসলাম শাফিসহ বিভিন্ন স্থরের নেতাকর্মীরা।

এসএইচ