চট্টগ্রামে এখন টিভির সাংবাদিকদের ওপর হামলা: গ্রেপ্তারের দাবিতে ময়মনসিংহে প্রতিবাদ

ময়মনসিংহে সাংবাদিকদের মানববন্ধন
ময়মনসিংহে সাংবাদিকদের মানববন্ধন | ছবি: এখন টিভি
1

চট্টগ্রামের সীতাকুণ্ডে এখন টেলিভিশনের দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (মঙ্গলবার, ৭ অক্টোবর) সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ময়মনসিংহ প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটি, নিউজ চ্যানেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোশাররফ হোসেন, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক নেতা মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহ আলম উজ্জ্বল, নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক হোসাইন শাহীদ, ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রকিবুল হাসান রুবেল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, যারা এখন টিভির সাংবাদিকদের ওপর হামলা করছে, তারা যে দলেরই হোক না কেন অবিলম্বে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

এএইচ