অ্যাগনেস নামবোজা: উগান্ডার পাহাড়ে মানবতার প্রতীক নারী

শিশুকে ওষুধ খাওয়াচ্ছেন নার্স নামবোজা
শিশুকে ওষুধ খাওয়াচ্ছেন নার্স নামবোজা | ছবি: এখন টিভি
0

দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে গ্রামবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ছুটে যান অ্যাগনেস নামবোজা নামে একজন নারী। প্রায় এক দশক ধরে উগান্ডার এ নারী স্বাস্থ্যকর্মী গ্রামবাসীর জন্য সরবরাহ করে যাচ্ছেন জীবনরক্ষাকারী ওষুধ। সম্প্রতি ধনকুবের বিল গেটসের ‘গেটস নোটসে’ লাইভ সেভিং হিরো হিসেবে আখ্যা পেয়েছেন তিনি। সীমাবদ্ধতা থাকলেও, গ্রামবাসীর প্রাণ রক্ষায় কাজ করে যেতে চান নামবোজা।

দুর্গম পাহাড়ি পথ ধরে নামবোজা প্রতিদিন একটি মহৎ উদ্দেশ্য বাস্তবায়নে পাড়ি জমান পূর্ব উগান্ডার একটি দুর্গম পাহাড়ি এলাকা। তিনি পেশায় একজন নার্স। উগান্ডার বুলামবুলি জেলার একটি স্বাস্থ্যকেন্দ্রে কাজ করেন তিনি।

তার লক্ষ্য দুর্গম পাহাড়ি এলাকার প্রতিটি মানুষ বিশেষ করে গর্ভবতী মা ও নবজাতকদের জীবনরক্ষাকারী টিকাদান নিশ্চিত করা। প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এখানকার বেশিরভাগ মানুষই টিকা গ্রহণে অনিচ্ছুক বা অনেকে টিকা নিতে শহরে যান না। তাই তিনি ছুটে আসেন মানুষের সেবায়।

উগান্ডার নার্স অ্যাগনেস নামবোজো বলেন, ‘আমি প্রায়ই খেয়াল করি নারীরা কাঠের সিঁড়ি বেয়ে পাহাড়ে চড়তে ভয় পায়। কিন্তু আমি এটাকে রুটিন হিসেবে নিয়েছি। মানুষগুলো সেবা বঞ্চিত। তাই এখানে আসি ও তাদের সেবা দিই।’

আরও পড়ুন:

প্রায় এক দশকেরও বেশি সময় ধরে অঞ্চলটির মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন তিনি। এজন্য সরকারি অনুদান পেলেও তা চাহিদার তুলনায় খুব কম বলেও জানান নামবোজা।

টিকাদান প্রধান লক্ষ্য হলেও এইচআইভি ও যক্ষা আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন তিনি। তার সেবায় বেশ উচ্ছ্বসিত গ্রামবাসী।

স্থানীয়রা জানান, দুর্গম পথ হওয়ায় তারা বেশিরভাগ সময়ই জরুরি স্বাস্থ্যসেবা পায় না। অনেক গর্ভবতী নারী হাসপাতালে পৌঁছানোর আগেই সন্তান প্রসব করে। এ সমস্যায় অ্যাগনেস তাদের পাশে রয়েছে।

স্বাস্থ্যসেবা দেয়ার পাশাপাশি, নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন অ্যাগনেস নামবোজো। তার প্রত্যাশা পাহাড়ি গ্রাম ছাড়িয়ে জনবহুল উগান্ডার মানুষের সেবায় কাজ করে যাওয়া।

এফএস