সাতক্ষীরায় সিভিল সার্জন অপসারণের দাবিতে মানববন্ধন

বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মানববন্ধন
বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মানববন্ধন | ছবি: এখন টিভি
0

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দু সালামকে অপসারণের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। আজ (সোমবার, ৬ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের খুলনা মোড়ে “সাতক্ষীরা জেলাবাসী” ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী, শ্রমজীবী মানুষ ও ভুক্তভোগীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সিভিল সার্জন ডা. আব্দু সালাম প্রশাসনিক পদে থেকে অনৈতিক ও অপেশাদার আচরণে লিপ্ত হয়েছেন। তিনি নারী কর্মীদের হয়রানি, মদ্যপান, ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির সঙ্গে জড়িত বলে দাবি করেন তারা। বক্তারা অবিলম্বে তার অপসারণ ও বিরুদ্ধে আইনি তদন্তের দাবি জানান।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে সিভিল সার্জন অফিস ঘেরাও করেন এবং ‘দুর্নীতিবাজ সিভিল সার্জনের অপসারণ চাই’, ‘নারী নির্যাতনকারীর বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেন। পরে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হকের আশ্বাসে ঘেরাও কর্মসূচি স্থগিত করা হয়।

এএইচ