ভাষাসৈনিক কবি আহমদ রফিকের প্রয়াণ

ভাষা সৈনিক আহমদ রফিক
ভাষা সৈনিক আহমদ রফিক | ছবি: সংগৃহীত
0

ভাষাসংগ্রামী, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক মারা গেছেন। রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউ-তে আজ (বৃহস্পতিবার, ২ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯৬ বছর।

আহমদ রফিকের বিশেষ সহকারী মো. রাসেল তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। বারডেম হাসপাতালের চিকিৎসকরা জানান, মৃত ঘোষণা করার ৭ মিনিট আগে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়।

আরও পড়ুন:

এর আগে, গতকাল বুধবার (১ অক্টোবর) আহমদ রফিকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল। বারডেম হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. কানিজ ফাতেমার তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল বলেও জানা যায়।

এসএইচ