এশিয়া কাপের ব্যর্থতা ভুলে আফগানিস্তান সিরিজে জয় পেতে চায় বাংলাদেশ

বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ
বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দু’দল। এশিয়া কাপের ব্যর্থতা ভুলে দ্বিপাক্ষিক সিরিজে ছন্দে ফিরতে চায় টাইগাররা। যদিও নিয়মিত অধিনায়ক লিটন দাসের অভাব ভোগাবে দলকে। শারজায় ম্যাচ শুরু আজ (বৃহস্পতিবার, ২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৯টায়।

দেশের ক্রিকেট টালমাটাল বিসিবি নির্বাচন ঘিরে। একের পর এক হাস্যকর নাটকীয়তায় মানুষ বিনোদন পাচ্ছে ঠিকই তবে ভুলতে বসেছে মাঠের ক্রিকেটকে।

অবশ্য মনে রাখার মতো কিছু করতেও পারেননি ক্রিকেটাররা। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়ে বরাবরের মতই বিদায় নিয়েছে শূন্য হাতে। তাই ক্রিকেটের প্রতি মানুষের আবেগও ফিকে হতে শুরু করেছে। এবার দেশে না ফিরে আরব আমিরাতেই বাংলাদেশ আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে।

লড়তে যাচ্ছে এশিয়া কাপে ব্যর্থ এ দুই দল। গ্রুপপর্ব থেকে বাদ পড়া আফগানরা অবশ্য আসর শেষেই নিজেদের দলটার চেহারা বদলে ফেলেছে। একে একে বাদ পড়েছেন ফজলহক ফারুকি, করিম জানাত, গুলবাদিন নাইবরা। ডাক পেয়েছেন ওয়াফিউল্লাহ তারাখিল, বশির আহমেদের মত একেবারে আনকোরা কিছু নাম।

আরও পড়ুন:

বাংলাদেশ দল সেরকম কিছুই করেনি। এশিয়া কাপের দলটায় কেবল একটিই পরিবর্তন এনেছে। ইনজুরির কারণে দেশে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার পরিবর্তে দলের সঙ্গে যোগ দিচ্ছেন সৌম্য সরকার। তবে শেষমুহুর্তেও ভিসা জটিলতাসহ নানা নাটকীয়তা হয়েছে সৌম্যের বেলায়ও।

এশিয়া কাপে বাংলাদেশ-আফগানিস্তানকে হারালেও, দুই দলের মুখোমুখি পরিসংখ্যান টাইগারদের জন্য স্বস্তিকর নয়। টি-টোয়েন্টিতে ১৩ বারের দেখায় ৬ বার জয় বাংলাদেশের, ৭ জয় আফগানদের। এবার সমতায় ফেরার সুযোগ বাংলাদেশের সামনে।

শারজাহ রশিদ খানদের কাছে অনেকটাই ঘরের মাঠ। এই মাঠে খেলা ৩০টি-টোয়েন্টির ২০টিতেই জিতেছে তারা। বাংলাদেশ খেলেছে ৬টি, জয় কেবলই একটি। শারজার উইকেট আর গরম পরীক্ষা নেবে ক্রিকেটারদের ফিটনেসেরও।

এসব চ্যালেঞ্জ তো আছেই। সঙ্গে আনকোরা আর অফফর্ম জাকের আলীর নেতৃত্বে খেলা, ব্যাটিংয়ে দুরবস্থা- সবমিলিয়ে কঠিন পরীক্ষা বাংলাদেশ দলের সামনে।

এফএস