মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘ইউপিডিএফের অস্ত্রধারী সন্ত্রাসী যারা রয়েছেন, আপনাদের আমি লাস্ট ওয়ার্নিং দিতে চাই। এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। আপনাদের আমরা অনেক ছাড় দিয়েছি। আপনাদের আমি এতটুকু নিশ্চিত করতে চাই রাঙামাটি রিজিয়নের পক্ষ থেকে, আপনাদের এ দেশ হতে বিতাড়িত হতে হবে। যাদের মদতে আপনারা কাজ করছেন আপনাদের ওই দেশেই চলে যেতে হবে।’
আরও পড়ুন:
এসময় তিনি বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতির একটা সুন্দর দিক রয়েছে যে- আমরা সবাই শান্তিপূর্ণ সহাবস্থানে থাকতে পছন্দ করি। সকল জাত, সকল ধর্ম আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই। সমস্যা হচ্ছে কিছু কুচক্রী মহল আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে। অতি সম্প্রতি খাগড়াছড়ি ও গুইমারাতে যেটা হয়েছে এটা আমাদের বিশ্বাসের মাঝে ফাটল ধরাতে পেরেছে। কিন্তু আমরা আনন্দিত আমাদের মাঝে কোনো ভেদাভেদ সৃষ্টি করতে পারে নাই। যার ফলে আমরা শান্তিপূর্ণ ভাবে এ দিনটি পালন করতে পারছি।’
তিনি আরও বলেন, ‘এ পাহাড় আমাদের, এ দেশ আমাদের। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ দেশ আমাদের প্রস্তুত করতে হবে।’





