আজ (বুধবার, ১ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার প্রাচীন রনদা প্রসাদ সাহা দুর্গা মন্দির পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
সাজ্জাদ মাহমুদ বলেন, ‘এই ধারা যদি চলমান থাকে আগামীতে আমরা যে চ্যালেঞ্জগুলো মনে করেছি, এই চ্যালেঞ্জগুলো সহজেই মোকাবিলা করতে পারবো। অনেক কুচক্রী মহলের পরিকল্পনা ছিল, প্রতিটিই ফেল করেছে। গতবার প্রচুর গুজব ছিল, এবার গুজব হয় নাই। এবার ব্যবস্থাপনা অনেক শক্তিশালী ছিলো। ফ্যাক্ট চেকের মাধ্যমে অনেক কিছুই বের করা যাচ্ছে।’
আরও পড়ুন:
সাজ্জাদ মাহমুদ বলেন, ‘আনসারের প্রায় ৬০ লাখ সদস্য রয়েছে। এই ৬০ লাখ সদস্যকে তাদের জীবন জীবিকা মান উন্নয়নে আনসার উন্নয়ন ব্যাংক ভূমিকা রাখবে।’
তিনি বলেন, ‘পূজা উপলক্ষে আমাদের সমন্বিত কার্যক্রমের যে ধারা তৈরি হয়েছে, এটিই একটি সুবাতাস। আগামী নির্বাচনের এটির গ্রিন সিগন্যাল।’
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আশরাফুল আলম, পরিচালক (ওয়েলফেয়ার) এনামুল খাঁন, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মো. রেজাউল ইসলাম প্রমুখ।





