আজ (বুধবার, ১অক্টোবর) সকালে বান্দরবান শহরের একটি আবাসিক হোটেলের হলরুমে সাংবাদিকদের সঙ্গে র্যাবের মতবিনিময় সভায় র্যাব-১৫, সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, ‘সমতল এলাকার চেয়ে পাহাড়ে কাজ করা অনেক কষ্টের ও চ্যালেঞ্জের, তবে র্যাবের সদস্যরা অনেক কষ্ট ভোগ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে।’ এসময় অপহরণ-চাঁদাবাজি বন্ধে সবাইকে সজাগ থাকা এবং যেকোনো তথ্য র্যাবকে দিতে আহবান জানান তিনি।
এসময় তিনি আরও বলেন, ‘র্যাব মাদক ও চোরাচালান বন্ধ করে বান্দরবানের মানুষের সুন্দর সহাবস্থানের জন্য কাজ করছে।’
মতবিনিময় সভায় বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন.এ জাকির, সাংবাদিক ইউনিয়ন বান্দরবান সভাপতি এইচ.এম সম্রাটসহ র্যাব-১৫ এর বিভিন্ন সদস্য ও মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।





