প্রকৃতিপ্রেমীদের কাছে বরাবরই আকর্ষণীয় পাহাড়, ঝর্ণা আর হ্রদের শহর রাঙামাটি। দিগন্ত বিস্তৃত সবুজে মোড়ানো প্রাকৃতিক দৃশ্য দেখতে রাঙামাটিকে বেছে নেন তারা। তাই এবার রাঙামাটিতে আসবে হাজারও পর্যটক।
দুর্গাপূজার ছুটি আসা পর্যটকদের বরণে ব্যস্ত ব্যবসায়ীরা। এরইমধ্যে রাঙামাটি, কাপ্তাই ও সাজেকের হোটেল রিসোর্টগুলোতে ৭০ থেকে ৮০ শতাংশ বুকিং হয়েছে। পর্যটকদের আকর্ষণে আগেই ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দেয় বেসরকারি আবাসিক হোটেলগুলো। পূজার ছুটিতে ভালো ব্যবসার আশা ব্যবসায়ীদের।
বেশকয়েক দিনের ছুটিতে অনেক পর্যটক আসবেন বলে আশা করছেন ব্যবসায়ীরা। ফলে ভালো আয় করার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের।
আরও পড়ুন:
পর্যটকদের নিরাপদ ভ্রমণ ও নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানান জেলা পুলিশ।
ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি রিজিয়ন পুলিশ সুপার খাইরুল আলম বলেন, ‘একসঙ্গে সমন্বিতভাবে কাজ করা হবে। এলাকায় যারা ভ্রমণে আসবে আমরা আমাদের সাধ্যমতো আপনাদের পাশে থাকব।’
জেলায় ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা ৫৫টি হোটেল-মোটেল ও ১৭টি ইকো রিসোর্টসহ কাপ্তাই ও সাজেকে ছোটবড় শতাধিক রিসোর্ট আছে। এসব হোটেল রিসোর্টে রয়েছে প্রায় ১০ হাজার মানুষের রাত্রিযাপনের ব্যবস্থা। সবমিলিয়ে এ ছুটিতে দৈনিক গড়ে দেড় কোটি টাকার বাণিজ্য হওয়ার আশা খাত সংশ্লিষ্টদের।





