আসুসের নিউ জেনারেশন আরওজি সিরিজ, টাফ সিরিজ এবং নতুন ‘ভি’ সিরিজের গেমিং ল্যাপটপ প্রদর্শন করা হয় এ অনুষ্ঠানে। এ ল্যাপটপগুলোতে আছে এনভিডিয়ার মোস্ট আপডেটেড আরটিএক্স ফিফটি সিরিজের গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ)।
আরওজি সিরিজের নতুন ল্যাপটপটি হলো আরওজি স্ট্রিক্স স্কার এইট্টিন, যা মূলত প্রফেশনাল গেমার ও ক্রিয়েটিভ পারফরম্যান্সের জন্যই। এটি আরটিএক্স ফাইভ জির নাইন জিরো জিপিইউসহ বর্তমান বাজারের সবচেয়ে শক্তিশালী ল্যাপটপ যা কিনতে চাইলে খরচ করতে হবে সাড়ে ৬ লাখ টাকা। পাশাপাশি আরওজি স্ট্রিক্স সিরিজের আরও কিছু মডেল ছিল যেগুলোর দাম ২ লাখ ৫০ হাজার টাকা থেকে শুরু।
আরও পড়ুন:
এছাড়াও ছিল আরওজি যেফাইরাস জি ফোর্টিন ও জি সিক্সিটিন। যেগুলোর দাম যথাক্রমে ৩ লাখ ৩২ হাজার ও ৩ লাখ ৮৮ হাজার টাকা। আয়োজনে আরও ছিল টাফ সিরিজের এ ফোর্টিন যার দাম ১ লাখ ৯৪ হাজার টাকা। এ সিক্সটিন ও এফ সিক্সটিন মডেলের ল্যাপটপ। আর এদের দাম ১ লাখ ৮৭ হাজার ৫০০ ও ১ লাখ ৭০ হাজার টাকা।
এবারের আয়োজনে প্রথমবারের মতন আসুস তাদের ভি সিরিজের ল্যাপটপ বাংলাদেশে নিয়ে এসেছে। গেমিং ভি সিক্সটিনের দাম ১ লাখ ৬৪ হাজার টাকা। আসুসের পাশাপাশি ছিল টেক ব্র্যান্ড গ্লোবাল ব্র্যান্ড পিএলসির উপস্থিতি।




