বিসিবি নির্বাচনি প্রক্রিয়ার শুরু থেকেই একের পর এক পক্ষপাতিত্বের অভিযোগ। তবে মনোনয়ন সংগ্রহের দিনে অভিযোগের বিরতি। আনন্দঘন পরিবেশে মনোনয়ন কিনেছেন চূড়ান্ত তালিকায় থাকা কাউন্সিলররা।
এমন দিনে বড় খবর—পরিচালক পদে নির্বাচনের জন্য নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগ করা আব্দুর রাজ্জাকের মনোনয়ন সংগ্রহ করা। ক্রিকেট নিয়ে বৃহত্তর পরিসরে কাজ করার উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
এদিকে খসড়া তালিকায় না থাকলেও চূড়ান্ত কাউন্সিলর তালিকায় ইফতেখার মিঠুও কিনেছেন মনোনয়ন। আবারও কাজের মূল্যায়ন হলে নির্বাচিত হতে আত্মবিশ্বাসী বিসিবির সাবেক এ পরিচালক। আর প্রথমবারের মতো পরিচালক পদে মনোনয়ন নেয়া শানিয়ান তানিম জানিয়েছেন দুর্নীতি নয়, কাজের জন্যই ডিরেক্টর হতে চান তিনি।
সংবাদমাধ্যমের সামনে না আসলেও মনোনয়ন কিনেছেন সভাপতি বুলবুল আহমেদ। আর নিজেরা না আসলেও প্রতিনিধি পাঠিয়ে মনোনয়ন কিনেছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ ও তামিম ইকবাল।
২৩ পদের বিপরীতে ৬০টি মনোনয়ন দিয়ে মোট ৬ লাখ টাকার ফরম বিক্রি করেছে নির্বাচন কমিশন। তবে মনোনয়ন সংগ্রহকারীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেনি নির্বাচন কমিশন।
আগামীকাল (রোববার, ২৮ সেপ্টেম্বর) মনোনয়ন জমা ও বাছাই শেষে সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা।





