টাইফুনের ক্ষতি থেকে ওঠার আগেই ঘূর্ণিঝড়ের কবলে ফিলিপিন্স

ঘূর্ণিঝড়ের কবলে ফিলিপিন্স
ঘূর্ণিঝড়ের কবলে ফিলিপিন্স | ছবি: সংগৃহীত
0

সুপার টাইফুন রাগাসার ক্ষতি কাটিয়ে ওঠার আগেই ঘূর্ণিঝড় বুয়ালয়ের কবলে ফিলিপিন্স। দেশটির বিভিন্ন শহরে ঝড়ের কারণে এখন পর্যন্ত প্রাণ গেছে ১০ জনের।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় গতকাল (শুক্রবার, ২৬ সেপ্টেম্বর) ফিলিপিন্সে আঘাত হানে ঘূর্ণিঝড় বুয়ালয়। এর প্রভাবে ভারী বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে বহু এলাকা। বিধ্বস্ত হয়েছে বসতবাড়ি, উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি।

আরও পড়ুন:

উপকূলবর্তী এলাকা থেকে আগেই নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে চার লাখের বেশি বাসিন্দাকে। ঘরবাড়ি ভেঙে পড়ায় অনেকেই আশ্রয় নিয়েছে আশ্রয়কেন্দ্রে। রাজধানী ম্যানিলা ছাড়াও বেশ কয়েকটি শহরে বন্ধ আছে সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান।

মাত্র কয়েকদিন আগে সুপার টাইফুন রাগাসার কারণে ফিলিপিন্সের উত্তরাঞ্চলে প্রাণ যায় অন্তত ১৪ জনের, আর ১৭ জনের মৃত্যু হয় তাইওয়ানে।

এসএস