লা লিগায় আজ মাদ্রিদ ডার্বি

অ্যাটলেটিকো মাদ্রিদ-রিয়াল মাদ্রিদ
অ্যাটলেটিকো মাদ্রিদ-রিয়াল মাদ্রিদ | ছবি : সংগৃহীত
0

লা লিগায় নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। অ্যাতলেটিকোর মেট্রোপলিতানো স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায়।

এবার লিগে প্রথম ছয় ম্যাচের সবকটি জিতে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রিয়াল। শিরোপাধারী বার্সেলোনার চেয়ে দুই পয়েন্টে এগিয়ে আছে স্পেনের সফলতম দলটি। খেলোয়াড়ি জীবনে পাঁচ মৌসুম রিয়ালে কাটানো জাবি আলোনসোর কোচ হিসেবে প্রথম মাদ্রিদ ডার্বি এটি।

আরও পড়ুন:

রিয়াল যেখানে উড়ছে, অ্যাটলেটিকোর অবস্থা সেখানে বিপরীত। ছয় ম্যাচের মাত্র দুটিতে জিতেছে দিয়েগো সিমেওনের দল। পয়েন্ট তালিকায় নবম স্থানে আছে তারা।

তবে আসছে লড়াইয়ে এসবের মূল্য খুব একটা নেই বলেই মনে করেন আলোনসো। মেট্রোপলিতানোয় জিততে রিয়ালকে পরিশ্রম করতে হবে বলে অভিমত কোচ আলোনসোর। গত দুই মৌসুমে লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদকে তাদের মাঠে হারাতে পারেনি রিয়াল মাদ্রিদ। দারুণ এক ডার্বি লড়াইয়ের অপেক্ষায় ভক্তরা।

ইএ