বাবার বাড়িতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল তরুণীর

মোটরসাইকেল দুর্ঘটনা (প্রতীকী ছবি)
মোটরসাইকেল দুর্ঘটনা (প্রতীকী ছবি) | ছবি: সংগৃহীত
0

সাতক্ষীরার পারুলিয়ায় সড়ক দুর্ঘটনায় শারমিন সুলতানা (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ২৬সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের পারুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহানা খাতুন, দেবহাটা উপজেলার ভাতশালা গ্রামের খালিদ হাসানের স্ত্রী ও পারুলিয়া গাজিবাড়ি এলাকার মোশারফ হোসেনের কন্যা।

স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী, তাদের বহনকৃত মোটরসাইকেলকে পেছন থেকে মালমাল ভর্তি একটি ট্রাক ধাক্কা দেয়। দুর্ঘটনায় ফারহানা রাস্তার ওপর পড়ে যান এবং ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

আরও পড়ুন:

নিহতের স্বামী খালিদ হাসান বলেন, ‘গত দুই মাস আগে আমাদের বিয়ে হয়েছিল। শুক্রবার সন্ধ্যায় আমি স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিলাম। আচমকা ট্রাকের ধাক্কায় স্ত্রী রাস্তার উপর পড়ে গেলে সে ঘটনাস্থলেই মারা যায়। ঘাতক ট্রাকচালক দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।’

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।’

এসএস