মার্কিন প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

শেহবাজ শরীফ ও ডোনাল্ড ট্রাম্প
শেহবাজ শরীফ ও ডোনাল্ড ট্রাম্প | ছবি : সংগৃহীত
1

সন্ত্রাসবাদ দমনে সাফল্য অর্জন ও আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে পাকিস্তানের অবদান বিশ্ববাসীর সামনে উপস্থাপন করায় মার্কিন প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। জাতিসংঘ অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বৃহস্পতিবার ওভাল অফিসে প্রথমবারের মতো ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন তিনি, সঙ্গে ছিলেন সেনাপ্রধান আসিম মুনির। এদিন, বৈঠকের আগে সাংবাদিকদের সামনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে অসাধারণ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে হামলা ও এর জেরে ভারত-পাকিস্তান সংঘাত- এমন প্রেক্ষাপটে অবতীর্ণ হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন, তার নেতৃত্বেই দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। এরজন্য পাকিস্তান মার্কিন প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেও ট্রাম্পকে এই কৃতিত্ব দেয়নি ভারত। আর, সেখান থেকেই বদলাতে শুরু করেছে ভারত-পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের সমীকরণ।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান। এ সুযোগে শুক্রবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা। ক্ষমতা গ্রহণের পর এটাই ছিল ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক প্রথম সাক্ষাৎ। ৬ বছর আগে ক্ষমতার প্রথম মেয়াদে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ট্রাম্প।

বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না এলেও পাকিস্তানের গণমাধ্যম ডন বলছে, আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন ও দ্বিপক্ষীয় বাণিজ্য বিষয়ে আলোচনা হয়েছে ট্রাম্প- শেহবাজের মধ্যে। এসময়, সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের ভূমিকা বিশ্ববাসীর সামনে উপস্থাপন করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শেহবাজ শরীফ।

এছাড়াও, মার্কিন প্রেসিডেন্টকে শান্তির দূত হিসেবে আখ্যা দিয়ে বিশ্বে চলমান সংঘাত বন্ধে ট্রাম্পের ভূমিকার প্রশংসাও করেছেন শেহবাজ। আবারও স্বীকার করেছেন ট্রাম্পের নেতৃত্বেই বন্ধ হয়েছে ভারত পাকিস্তান সাম্প্রতিক সংঘাত।

এদিকে, এ বৈঠকের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের বিষয়ে তেমন কোনো তথ্য দেননি ট্রাম্প। তবে বলেছেন, শেহবাজ শরিফ এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির-দু'জনেই চমৎকার ব্যক্তিত্বের অধিকারী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান এসেছেন। তারা দু'জনেই চমৎকার মানুষ। সম্ভবত তারা আমাদের জন্য অপেক্ষা করছেন। আমাদের একটু দেরি হয়েছে।

প্রায় ৩০ মিনিট দেরিতে শুরু হলেও ১ ঘণ্টা ২০ মিনিট ধরে বৈঠক করেছেন দুই সরকার প্রধান। মার্কিন প্রেসিডেন্টকে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পাশাপাশি, কৃষি, প্রযুক্তি খাত, খনি ও জ্বালানি শিল্পে বিনিয়োগের জন্য মার্কিন বিনিয়োগকারীদেরও আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানে।

ইএ