মানিকগঞ্জে পুলিশের ধাওয়ায় ১৩৩ বস্তা চালসহ পিকআপ জব্দ

আটক চালসহ পিকআপ ভ্যান
আটক চালসহ পিকআপ ভ্যান | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জ শহরের খালপাড় এলাকায় একটি দোকান থেকে চাল চুরি করে পালানোর সময় আড়াই ঘণ্টা ধাওয়া করে ১৩৩ বস্তা চালসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। গতকাল (বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

আজ (শুক্রবার, ২৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে টহলরত পুলিশের সদস্যরা খালপাড় এলাকার তনুরত্ন নামের একটি দোকানের সামনে একটি পিকআপ ভ্যানে চাল উঠানো হচ্ছে দেখে সদর থানার ওসি এসএম আমান উল্লাহকে খবর দেন। ওসি মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালসহ পিকআপ ভ্যানটি নিয়ে দ্রুত সিংগাইরের দিকে পালিয়ে যায়।

আরও পড়ুন:

বেতার বার্তায় সিংগাইর থানাসহ আশপাশের ইউনিটকে সতর্ক করা হয়। এতে সিংগাইর থানা পুলিশের ধাওয়া খেয়ে পিকআপটি আবার মানিকগঞ্জের দিকে ফিরতে থাকে। এসময় সদর থানা পুলিশের একটি দল পিকআপটির পিছু নেয় এবং অন্য একটি টিম জরিনা কলেজ মোড়ে ব্যারিকেড তৈরি করে। 

অবশেষে সামনে-পেছনে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরচক্রের সদস্যরা পিকআপ ভ্যান রেখে পালিয়ে যায়। পরে পিকআপ ভ্যানটি জব্দ করে পুলিশ।

ওসি এসএম আমান উল্লাহ বলেন, ‘ওই ভ্যানে ২৫ কেজি ওজনের ১৩৩ বস্তা চাল ছিল। আমরা চাল উদ্ধার করেছি। জব্দকৃত পিকআপের সূত্র ধরে সংশ্লিষ্ট চোরচক্র শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

এসএইচ