সেলাঙ্গর ইমিগ্রেশন পরিচালক খায়েরুল আমিনুস কামারুদ্দিন জানান, অভিযানে ১ হাজার ১৩২ জন বিদেশির নথিপত্র যাচাই করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি নাগরিক ১৫০ জন, এছাড়া মিয়ানমারের ৩৬, পাকিস্তানের ৩৫, নেপালের ২৪, ভারতের ১০ এবং ইন্দোনেশিয়ার ৯ জন রয়েছেন বলে জানা গেছে। এসময় ভিসা আছে এমন বিদেশিদের ছেড়ে দেওয়া হয়।
অভিযানে আটককৃতদের বয়স ১৬ থেকে ৮০ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে অবৈধতাসহ ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারা ভঙ্গ করার অভিযোগ আনা হয়েছে। আটককৃতের প্রাথমিক তদন্ত শেষে সেমেনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।
অভিযান চলাকালে একই এলাকায় পতিতাবৃত্তির জন্য ব্যবহৃত সন্দেহভাজন একটি ফ্ল্যাটও তল্লাশি করা হয়। তবে সিসিটিভি সজ্জিত ওই বাসায় কাউকে পাওয়া যায়নি, ধারণা করা হচ্ছে আগে থেকেই সতর্ক হয়ে তারা পালিয়ে গেছে।
অভিযানে কুয়ালালামপুর, পেরাক, নেগরি সেমবিলান ও সেলাঙ্গরের ইমিগ্রেশন ইউনিট ছাড়াও সেলাঙ্গর পুলিশ, বুকিত আমান এয়ার অপারেশন ফোর্স এবং জেনারেল অপারেশন ফোর্স অংশ নেয়।
সেলাঙ্গর ইমিগ্রেশন পরিচালক খায়েরুল আমিনুস বলেন, অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের শনাক্ত ও দেশে ফেরত পাঠাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





