ন্যু ক্যাম্পে অবকাঠামোগত উন্নয়নের কাজ চলায় ইয়ুহান ডি ক্রুইফ স্টেডিয়ামে বার্সার মুখোমুখি হবে হেতাফে। ৪ ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে টেবিল টপার রিয়ালের পরেই অবস্থান করছে কাতালুনিয়ানরা।
গেলো বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসলের বিপক্ষে জয় পেয়েছে ক্লাবটি। সে ম্যাচে ইয়ামালের অনুপস্থিতি টের পেতে দেননি মার্কাস রাসফোর্ড।
আরও পড়ুন:
অন্যদিকে ৪ ম্যাচে ৩ জয়ে নিজেদের মৌসুম শুরু করেছে হেতাফে। ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে তারা। এদিকে সান সিরোতে সাসুলোকে আতিথ্য দিবে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান।
গেলো বুধবারে (১৭ সেপ্টেম্বর) চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে আয়াক্সকে ২-০ ব্যবধানে হারিয়েছে তারা। তবে সিরিআতে ৩ ম্যাচে মাত্র ১ জয়ে টেবিলের ১২ নম্বরে তারা। সাসুলোর বিপক্ষে তাই জয় পেতে মরিয়া সিমোনে ইনজাঘির শিষ্যরা।
লিগ ওয়ানে ৪ ম্যাচে ৪ জয়ে টেবিলের শীর্ষে থাকা পিএসজি লড়বে মার্শেইয়ের বিপক্ষে। ভেলোড্রম স্টেডিয়ামে এ মৌসুমে প্রথববারের মতো চ্যালেঞ্জের মুখে এনরিক বাহিনী।





