সান্তিয়াগো বার্নাব্যুতে ২২ মিনিটে এদের মিলিতাওয়ের গোলে ১-০ গোলের লিড নেয় রিয়াল। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে ব্যবধান ২-০ করেন কিলিয়ান এমবাপ্পে। শেষ পর্যন্ত এই স্কোরলাইনেই ম্যাচ শেষ হয়। এ নিয়ে ৫ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এনফিল্ডে গ্র্যাভেনবার্গ ও একিতিকের গোলে এভারটনকে হারিয়ে নিজেদের জয়রথ ধরে রেখেছে লিভারপুল।
আরও পড়ুন:
অপর ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ৫ম মিনিটেই লাল কার্ড দেখেন চেলসির সানচেজ। এই ফায়দা কাজে লাগিয়ে ম্যাচের ১৪ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে ১ গোলের লিড নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ক্যাসেমিরো। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ক্যাসেমিরো লাল কার্ড দেখলে জমে উঠে খেলা।
৮০ মিনিটে চেলসি এক গোল শোধ করলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে শেষ হাসি হাসে রুবেন আমোরিমের শিষ্যরা।





