আজ (রোববার, ২১ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী শিকলবাহা এলাকার সিকদার বাড়ি থেকে এসব আলামত জব্দ করা হয়।
দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মশিউর রহমান জানান, সাবেক ভূমিমন্ত্রীর ঘনিষ্ঠ দুই সহযোগীকে গ্রেপ্তারের পর তারা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। রিমান্ডে পাওয়া তথ্যে জানা যায়, অনেকগুলো ডকুমেন্টস গায়েব করা হয়েছে, যেগুলো রুকমিলা জামানের ড্রাইভার ইলিয়াসের বাসায় রাখা হয়েছিল।
আরও পড়ুন:
তিনি জানান, গত কয়েকদিন বেশ কয়েকটি জায়গায় অভিযান চালানো হয়। অভিযানের তথ্য পেয়ে তারা বস্তাগুলো সরিয়ে ফেলে। পরে সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, যাওয়ার আধা ঘণ্টা আগে এই আলামতগুলো সরিয়ে ফেলা হয়।
এ কর্মকর্তা জানান, কয়েকটি বস্তা খুলে বিদেশে সম্পদ অর্জনের ক্রয় সংক্রান্ত পেমেন্ট, বাড়ি ভাড়া আদায়ের তথ্য, বিভিন্ন বিল পরিশোধ এবং কোর্টের আদেশসংক্রান্ত ডকুমেন্টস পাওয়া যায়। তবে এখনো সবগুলো বস্তার আলামত পর্যালোচনা করার সুযোগ না হলেও কাজ চলছে বলেও জানান তিনি।
এর আগে, ১৭ সেপ্টেম্বর দুপুরে দুদকের একটি টিম অভিযান চালিয়ে জাবেদের ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজকে গ্রেপ্তার করে।





