হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার জন্যই পৃথিবীতে এই দিনে অবতরণ করেন।
ভোরের আলো ফুটতেই কিছুক্ষণ চণ্ডীপাঠ আর মাঝে গান এবং নৃত্যের আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চলে দেড়ঘণ্টাব্যাপী মহালয়ার আয়োজন।
আরও পড়ুন:
এরই মধ্য দিয়ে মর্ত্যে আহ্বান জানানো হয় দেবী দুর্গাকে। শাস্ত্রমতে, দেবী দুর্গা মহিষাসুর নিধনের দায়িত্বপ্রাপ্ত হন এই মহালয়া তিথিতে। মহালয়া তিথিতেই দেবী দুর্গা মর্তে আগমন করেন। এই অর্থে মহালয়া তিথি পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ।
বছর পেরিয়ে আবারো মায়ের আগমনে প্রার্থনা করেন ভক্তরাও। এছাড়া পূজা উদযাপনে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এসময় পূজা নির্বিঘ্ন করতে প্রশাসনের তৎপরতাকে সাধুবাদও জানায় সংগঠনটি।





