চাল আমদানির পর কুষ্টিয়ার বাজারে কমেছে দাম

চালের বাজার
চালের বাজার | ছবি: এখন টিভি
0

বেশ কয়েক মাস ধরেই স্বস্তি ছিল না কুষ্টিয়ার চালের বাজারে। চাহিদা অনুযায়ী চাল কিনতে বাজারে গুণতে হচ্ছিলো বাড়তি টাকা। এবার ভারত থেকে চাল আমদানির সুবিধায় বাজারে প্রভাব পড়েছে। এতেই সবধরনের চালের দাম কেজিপ্রতি কমেছে দুই থেকে তিন টাকা।

বিক্রেতারা জানিয়েছেন, আপাতত চালের বাজার অস্থির হওয়ার কোনো সম্ভাবনা নেই। দাম কমায় খুশি নিম্নআয়ের মানুষ। পুরোদমে আমদানির চাল বাজারে পাওয়া গেলে দাম আরও কমতে পারে বলেও জানান বিক্রেতারা।

আজ (শুক্রবার, ১৯ সেপ্টেম্বর) সকালে পৌর চাল বাজারে সরেজমিনে এমন চিত্র দেখা যায়। বাজারে মিনিকেট চাল ৭২ টাকা, কাজললতা চাল ৬৬ টাকা ও আটাশ চাল ৬৭ থেকে ৬৮ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও মোটা চালের দামও কমেছে।

আরও পড়ুন:

বিক্রেতাদের মধ্যে একজন বলেন, ‘চাল আমদানির পর বাজারে কমেছে চালের দাম। কেজিপ্রতি কমেছে দুই থেকে তিন টাকা। বেশি দামে কিনলে বেশি দামে বিক্রি করি, কম দামে কিনলে কমেই বিক্রয় করা হয়। তবে আপাতত চালের বাজার অস্থির হওয়ার কোনো সম্ভাবনা নেই।’

ক্রেতারা বলছে, যে দাম কমেছে এতে সন্তুষ্ট নন তারা। চালের দাম আরও কমাতে নিয়মিত সরকারিভাবে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন তারা।

এসএস