আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে, এ নিয়ে কোনো কথা হয়নি বলেও জানান বিএনপির এ নেতা। তিনি বলেন, ‘জনগণের ম্যান্ডেটে নির্বাচন হলে পরবর্তীতে সংসদই নির্ধারণ করবে কোন প্রক্রিয়ায় হবে ভোট।’
আরও পড়ুন:
বাংলাদেশে বানিজ্য খাতে সহযোগিতা করার বিষয়ে ইইউকে অনুরোধ করা হয়েছে বলেও জানান বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এদিন ইউরোপিয়ান পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মুনির সাতৌরির নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেন।
অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে অংশ নেন ৬ সদস্যের প্রতিনিধি দল।





