আজ (মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর) দুপুরে বনানীতে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে জামায়াতের অনীহা আছে বলে কেউ কেউ মনে করছে দলটি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’
এই মুহূর্তে জামায়াতের কর্মসূচি স্ববিরোধী উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ঐকমত্যে কমিশনে বেশিরভাগ জায়গায় ঐকমত্য হয়ে গেছে, আলোচনাও চলমান আছে।’
তাই এসময়ে কর্মসূচি আলোচনার প্রতি অসম্মান বলেও মন্তব্য করেন তিনি।
এসময় জামায়াতে মাঠ দখলের কৌশল হিসেবে কর্মসূচি দিচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নোত্তরে তিনি বলেন, ‘গণতান্ত্রিকভাবে মাঠ দখল করতে হলে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে। জনগণ দেশের স্থিতিশীলতা চায়।’
যারা স্থিতিশীলতা চায়না তাদের রাজনৈতিক ভবিষ্যৎ জনগণ নির্ধারণ করবে বলেও মন্তব্য করেন তিনি।





