ময়মনসিংহে ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ; ৪০ মিনিট পর যান চলাচল স্বাভাবিক

পলিটেকনিক  শিক্ষার্থীদের বিক্ষোভ
পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ | ছবি: এখন টিভি
0

প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখ্যানের দাবিতে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢাকা বাইপাস রোড অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকা বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।

এতে বন্ধ হয়ে পড়ে ঢাকা ময়মনসিংহ রোডে যান চলাচল। এসময় শিক্ষার্থীরা জানায়, প্রকৌশল কর্মক্ষেত্র ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিভাজন করে বিএসসি ইঞ্জিনিয়ারদের ডেস্ক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফিল্ড ইঞ্জিনিয়ারিংয়ে নিয়োজিত করতে হবে। সরকারি প্রজ্ঞাপনের আলোকে ১০ম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত উপ-সহকারী প্রকৌশলী সমমানের পদ সংরক্ষণ রাখা।

আরও পড়ুন:

এ সময় উপ-সহকারী প্রকৌশলী সমমানের পদ থেকে সহকারী প্রকৌশলী সমমানের পদে পদোন্নতি ৫০ শতাংশতে উন্নীত করাসহ ৭ দফা দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন শিক্ষার্থীরা। বিএসসি ইঞ্জিনিয়ারদের যে ৩ দফা জানিয়েছে তা অযৌক্তিক বলে মনে করছেন তারা।

অবিলম্বে শিক্ষার্থীদের ৭ দফা বাস্তবায়ন না হলে আগামীকাল থেকে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন। পরে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অবরোধ তুলে নেয়ার প্রায় ৪০ মিনিট পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রীদের।

ইএ