নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে শুরু হচ্ছে ৮০তম সাধারণ অধিবেশন। বিশ্ব রাজনীতির সর্বোচ্চ প্ল্যাটফর্ম, যেখানে একসঙ্গে জড়ো হবেন ১৯৩টি দেশের নেতারা। রাষ্ট্রপ্রধানদের বিতর্ক অধিবেশন আগামী ২৩ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবারের সাধারণ বিতর্কে অংশ নেবেন। তার ভাষণে উঠে আসতে পারে রোহিঙ্গা সংকট, জলবায়ু, অর্থায়ন, এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষিণ এশিয়ার ভূমিকাসহ বিভিন্ন বিষয়। স্বৈরাচার হাসিনা পরবর্তী বাংলাদেশের এগিয়ে চলাও উঠে আসতে পারে তার বক্তব্যে।
এছাড়া ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রোহিঙ্গা সংকট নিয়ে একটি গুরুত্বপূর্ণ সম্মেলন। জাতিসংঘ এবং অংশীদার সংস্থাগুলোর আয়োজনে এ ইভেন্টে আলোচনায় আসবে আশ্রয়দাতা দেশ হিসেবে বাংলাদেশের ভূমিকা, প্রত্যাবাসনের অগ্রগতি, এবং আন্তর্জাতিক সহযোগিতার ভবিষ্যৎ। বিশ্লেষকদের মতে, বিশ্ব মঞ্চে রোহিঙ্গা ইস্যুতে নতুন করে সমর্থন আদায়ের বড় সুযোগ এটি।




