শুরু হতে যাচ্ছে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন, অংশ নেবেন বিশ্বনেতারা
বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ সমাবেশ, জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের মূল উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হতে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে যুদ্ধ-বিভ্রান্ত বিশ্বে শান্তির আহ্বান নিয়ে এবারের অধিবেশনে বিশ্ব নেতারা মিলিত হবেন। এতে অংশ নেবেন বাংলাদেশের সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস।