শুধু মাঠের লড়াই নয়, কথার লড়াই থেকে শুরু করে আর যা যা আছে সবকিছুই চলে চির-প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচকে কেন্দ্র করে। এশিয়া কাপের এবারের আসরের ম্যাচ যেন সবকিছুকেই ছাড়িয়ে গেছে। যার সূচনা হয়েছে ভারতের হাত ধরেই। গ্রুপপর্বের ম্যাচে দাপুটে জয়ের পর ভারতের ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সাথে হাত না মেলালে নতুন করে শুরু হয়েছে তর্কযুদ্ধ।
বিষয়টিতে চটেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এসিসির প্রেসিডেন্ট মহসিন নাকভি। নিজের ভেরিফায়েড এক্স হেন্ডেলে পোস্ট করে এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। পাশাপাশি ভারত দলকে কোনো প্রকার শাস্তি না দেয়ায় ম্যাচ অফিসিয়াল অ্যান্ডি পাইক্রফ্টকে অপসারণের দাবি তুলেছে পিসিবি। তা না হলে এশিয়া কাপ বয়কটেরও কথা বলছে দেশটি।
হ্যান্ডশেক কাণ্ড শুরু থেকেই বড় করে দেখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমন ঘটনার পর তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক বিষয়ক পরিচালককে বরখাস্ত করেছে পিসিবি।
এরইমাঝে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা হচ্ছে ক্রিকেট বিশ্বে। শেষ পর্যন্ত পাকিস্তানের দাবির পরিপ্রেক্ষিতে ম্যাচ অফিসিয়ালকে অপসারণের সিদ্ধান্ত নাকি দলটি বয়কট করে এশিয়া কাপ তাই এখন দেখার অপেক্ষা।





