নেপাল সফর বাতিল, একদিন এগিয়ে দেশে ফিরছে জাতীয় ফুটবল দল

ফ্লোরা শিমু
বাংলাদেশ ফুটবল দল
বাংলাদেশ ফুটবল দল | ছবি: সংগৃহীত
0

একদিন এগিয়ে আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) নেপাল থেকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে। প্রীতি ম্যাচ স্থগিতের পরেই এ সিদ্ধান্ত নেয়া হয়।

জেন-জিদের বিক্ষোভের কারণে সোমবার সারাদিনই উত্তাল ছিলো নেপাল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাতিল করা হয় বাংলাদেশ দলের নির্ধারিত অনুশীলন।

আরও পড়ুন:

এরপর দেশটিতে কারফিউ জারি করা হলে, ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত জানানো হয়। ম্যাচ বাতিল হওয়ার পরেই ফুটবলারদের নিরাপদে ফেরাতে সফরসূচি একদিন এগিয়ে আনা হয়।

বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে,আজ বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় ফিরবেন ফুটবলাররা।

এফএস