মেট্রোরেলে যাত্রী চাপ সামলাতে বাড়ছে ট্রেন চলাচল

মেট্রোরেল
মেট্রোরেল | ছবি: সংগৃহীত
1

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ছুটে চলা মেট্রোরেল এখন ঢাকাবাসীর যাতায়াতের অন্যতম ভরসা। প্রতিদিন গড়ে চার লাখের বেশি যাত্রী মেট্রোরেল ব্যবহার করছেন। তবে, যাত্রী চাহিদা মেটাতে নতুন কোচ যুক্ত না করে ট্রেন চলাচলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আজ (রোববার, ৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, প্রতিটি ট্রেনে গড়ে দুই হাজার যাত্রী যাতায়াত করছেন। অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে ট্রেন চলাচলের সংখ্যা (ট্রিপ) বাড়ানো হবে। এরইমধ্যে নতুন লোকবল নিয়োগের প্রক্রিয়া শেষ হয়েছে। দু’এক মাসের মধ্যেই এই পরিবর্তন কার্যকর হবে।

আরও পড়ুন:

এদিকে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ গণমাধ্যমকে জানান, কোচ বাড়ানোর উদ্যোগ নেয়া হলেও এতে বড় অঙ্কের বিনিয়োগ ও দীর্ঘ সময়ের প্রয়োজন হওয়ায় বিষয়টি আপাতত আটকে গেছে। তাই যাত্রী ভোগান্তি কমাতে ট্রেন চলাচলের সংখ্যা বাড়ানোকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।

বর্তমানে মেট্রোরেলের প্রতিটি ট্রেনের সেট ৬টি কোচ নিয়ে গঠিত। নকশা অনুযায়ী গাদাগাদি করে প্রতিটি সেটে ২ হাজার ৩০০ যাত্রী পরিবহন সম্ভব। যদি প্রতিটি সেটে দুটি কোচ বাড়ানো হয়, তাহলে একই লোকবল দিয়ে আরও প্রায় এক হাজার যাত্রী পরিবহন সম্ভব হবে। তবে আপাতত বিকল্প হিসেবে ট্রেন চলাচলের সংখ্যা বৃদ্ধির দিকেই জোর দেয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের যাত্রা শুরু হয়। পরে ধাপে ধাপে মতিঝিল পর্যন্ত সম্প্রসারণ হলে যাত্রী চাপ আরও বেড়ে যায়।

সেজু