ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টের প্রতীকী ছবি
বিদ্যুৎস্পৃষ্টের প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
1

ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) দুপুরে ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের একটি খালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভালুকা উপজেলার মামারিশপুর এলাকার উজ্জ্বলের মিয়ার ছেলে আব্দুল মুমিন এবং ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বনবাংলা বাজার এলাকার আব্দুল মোতালেবের ছেলে মেহেদী। তারা দু’জনই ভালুকার মাদ্রাসাতু রওজাতুস সুন্নাহ আল আরাবিয়া মাদরাসার মিজান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানায়, সকালে মাদ্রাসার পাশের খালে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচ দিয়ে মাছ ধরতে যান কয়েকজন শিক্ষার্থী। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের তার পানিতে পড়ে বিদ্যুতায়িত হয়ে যায়। এসময় পানিতে থাকা মুমিন ও মেহেদী বিদ্যুতায়িত গুরুতর আহত হন।

পরে অন্য শিক্ষার্থী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

অকালে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠে পরিবেশ।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এএইচ