কানাডায় ভয়াবহ ছুরিকাঘাতে নিহত এক তরুণী, আহত ৭

কানাডায় ভয়াবহ ছুরিকাঘাতে হতাহত
কানাডায় ভয়াবহ ছুরিকাঘাতে হতাহত | ছবি: সংগৃহীত
0

কানাডার কেন্দ্রীয় অঞ্চলের হলো ওয়াটার ফার্স্ট নেশনে ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনায় এক তরুণী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত সাতজন।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানায়, হামলাকারী ছিলেন নিহত তরুণীরই ভাই। হামলার পর ওই ব্যক্তি চুরি করা গাড়ি নিয়ে পালানোর সময় একটি পুলিশ ক্রুজারের সঙ্গে সংঘর্ষে নিহত হয়।

আরও পড়ুন:

পুলিশ আরও জানায়, এ ঘটনায় এক নারী পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের বেশিরভাগকেই এয়ার অ্যাম্বুলেন্স ও স্থলপথে উইনিপেগ হেলথ সায়েন্সেস সেন্টারে নেয়া হয়েছে। এখনও এ হামলার উদ্দেশ্য জানা যায়নি।

এসএইচ