বাকের মজুমদারকে সমর্থন করে জিএস পদ থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার

আবু বাকের মজুমদার (বামে), মাহিন সরকার (ডানে)
আবু বাকের মজুমদার (বামে), মাহিন সরকার (ডানে) | ছবি: এখন টিভি
2

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে আবু বাকের মজুমদারকে সমর্থন করে জিএস পদ থেকে সরে দাঁড়ালেন সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার।

আজ (বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গণঅভ্যুত্থানের শক্তিকে সুসংহত করার বার্তা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

মাহিন সরকার বলেন, ‘গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে ঐক্য প্রয়োজনীয়তার উপলব্ধি করেই আবু বাকেরকে সমর্থন করা। আবু বাকের মজুমদারের বিজয়ের মধ্যে দিয়েই আমার বিজয় হবে।’

আরও পড়ুন:

এসময় মাহিন সরকার তার শুভাকাঙ্ক্ষীদের বাকেরকে বিজয়ী করা ও গণতন্ত্রকে সুসংহত করার আহ্বান জানান।

এসময় পাশে থাকা আবু বাকের মজুমদার মাহিন সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘মাহিন সরকার বড় মনের পরিচয় দিয়েছেন এবং ভবিষ্যতে সবাই একসাথে পথ চলা হবে।’

এসএস