সাদাব হত্যা: বিচার চেয়ে গফরগাঁওয়ে বিক্ষোভ-অবরোধ, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

সাদাব হত্যার বিচার দাবীতে রেলপথ অবরোধ
সাদাব হত্যার বিচার দাবীতে রেলপথ অবরোধ | ছবি : সংগৃহীত
1

ময়মনসিংহের গফরগাঁওয়ে শিশু শিক্ষার্থী সাদাব হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে গফরগাঁও রেলস্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ ও রেললাইন অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। এতে প্রায় আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়।

রেলওয়ে পুলিশ জানায়, আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) বেলা সাড়ে বারোটার দিকে শিক্ষার্থীরা গফরগাঁও রেলস্টেশনে অবস্থান নেয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও স্টেশনে পৌঁছালে ট্রেনটি আটকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে ঢাকার সাথে ময়মনসিংহ ও জামালপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা জানায়, নিখোঁজের চারদিন বাড়ির পাশের পুকুর থেকে শিশু সাদাবের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা এটিকে হত্যাকাণ্ড দাবি করছে।

আরও পড়ুন:

এদিকে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের মোটিভ উদঘাটন এবং হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ নিয়ে বেশ কয়েকদিন ধরে শিক্ষার্থী এবং এলাকাবাসী নানা ধরনের কর্মসূচি পালন করছেন। এতে কাজ না হওয়ায় ট্রেন আটকে রেললাইন অবরোধ করেন তারা।

উল্লেখ্য, গত ১১জুলাই গফরগাঁওয়ের পাগলা থানার দিঘিরপাড় গ্রামের নানা বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু সাদাব। চারদিন পর বাড়ির পাশের পুকুর থেকে সাদাবের মরদেহ উদ্ধার করা হয়।

ইএ