রোহিঙ্গা ক্যাম্পের চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহাল দাবিতে মহাসড়ক অবরোধ

চাকুরিচ্যুত শিক্ষকদের অবরোধ
চাকুরিচ্যুত শিক্ষকদের অবরোধ | ছবি: সংগৃহীত
0

রোহিঙ্গা ক্যাম্পের চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহালের দাবিতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের কোর্টবাজার এলাকায় আবারও সড়ক অবরোধ করেছেন শিক্ষকরা। আজ (সোমবার, ১৮ আগস্ট) সকালে শুরু হওয়া এ অবরোধ কর্মসূচি দাবি পূরণ না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। অবরোধের কারণে সড়কের দু’পাশে যানবাহন আটকা পড়েছে। যানজটে আটকা পড়ে অনেক যাত্রী বাধ্য হয়ে হেঁটে তাদের গন্তব্যে যেতে হচ্ছে।

সকালে মহাসড়কের কোর্টবাজার এলাকায় ব্যারিকেড বসিয়ে অবরোধ শুরু করেন শিক্ষক ও স্থানীয়রা। তাদের অভিযোগ, রোহিঙ্গা শিবিরের স্কুলগুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করলেও হঠাৎ করে অনেককে ছাঁটাই করা হয়েছে।

আরও পড়ুন:

শিক্ষকরা জানান, বারবার আশ্বাস দিলেও তাদের চাকরিতে পুনর্বহাল করা হয়নি। এতে তারা জীবিকা হারানোর পাশাপাশি শিক্ষার পরিবেশও বিপন্ন হচ্ছে।

অবরোধকারীদের দাবি, যাদের ছাঁটাই করা হয়েছে, তাদের অবিলম্বে পুনর্বহাল করতে হবে। তা না হলে সড়ক অবরোধ আরও কঠোর করা হবে।

ইএ