যুক্তরাষ্ট্রের শুল্কারোপের হুঁশিয়ারি অযৌক্তিক দাবি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর

ট্রাম্প ও মোদির বৈঠক
ট্রাম্প ও মোদির বৈঠক | ছবি: সংগৃহীত
0

রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরও উচ্চহারে শুল্ক আরোপের হুঁশিয়ারিকে অযৌক্তিক বলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বিশ্লেষকরা বলছেন, শুল্কের পাশাপাশি সামনের দিনগুলোয় ভারতের ওপর নিষেধাজ্ঞাও দিতে পারে যুক্তরাষ্ট্র।

শুল্ক নিয়ে গত কয়েকদিন ধরেই ভারতের সঙ্গে মনোমালিন্য চলছে যুক্তরাষ্ট্রের। বন্ধু রাষ্ট্র হয়েও ভারতের ওপর পহেলা আগস্ট থেকে ২৫ শতাংশ শুল্কারোপে করেছে দেশটি, যা প্রতিবেশি বাংলাদেশ ও পাকিস্তানের তুলনায় বেশি। শুধু শুল্ক নয়, রাশিয়া থেকে তেল কেনার দায়ে ভারতের ওপর পেনাল্টি শুল্কও আরোপ করেছে ওয়াশিংটন।

একই দায়ে ভারতের ওপর শুল্কের হার আরেক দফা বাড়ানোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি। 

তিনি জানান, রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখলে ভারতের ওপর আরও উচ্চহারে শুল্ক আরোপ করা হবে। কারণ, রুশ হামলায় ইউক্রেনে হাজার হাজার মানুষ নিহত হচ্ছে, সে বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই নয়াদিল্লির। তবে সেই শুল্কের হার কত শতাংশ হবে সে বিষয়ে কিছুই জানায়নি হোয়াইট হাউস।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো মস্কো থেকে তেল রপ্তানি বন্ধ করলেও, সেই সুযোগে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়িয়েছে ভারত— এমন অভিযোগ ট্রাম্পের। 

ট্রাম্প বলেন, ‘বর্তমানে রাশিয়ার সবচেয়ে বড় তেলের বাজার ভারত। যেখান থেকে যুদ্ধ চালিয়ে যাওয়ার আর্থিক যোগান পাচ্ছে মস্কো।’

অবশ্য যুক্তরাষ্ট্রের এ হুঁশিয়ারিকে অযৌক্তিক দাবি করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রানধির জায়সাওয়াল জানান, যুদ্ধ শুরুর আগে রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে উৎসাহ দিয়েছিল যুক্তরাষ্ট্র, আর এখন তার উল্টো গান গাইছে তারা।

এমনকি যুক্তরাষ্ট্রও রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ নয়াদিল্লির। নিষেধাজ্ঞা উপেক্ষা করেও গত বছর মস্কোর সঙ্গে প্রায় ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের বাণিজ্য করে ওয়াশিংটন।

এ পরিস্থিতিতে ট্রাম্পের আরোপিত ২৫ শতাংশ শুল্কের কারণে ভারতে বছরে ২৫ থেকে ৩০ বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হবে বলে মত বিশ্লেষকদের। আসতে পারে মার্কিন নিষেধাজ্ঞাও।

আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক রবিন্দার সচদেভ বলেন, ‘রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতকে একাধিকবার উচ্চ হারে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিচ্ছেন ট্রাম্প। শুল্ক বাড়ানোর পাশাপাশি ভারতের ওপর নিষেধাজ্ঞা দিতে পারেন তিনি।’

মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা-ই ট্রাম্পের উদ্দেশ্য। সেই লক্ষ্যে আসছে ৮ আগস্টের মধ্যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত না হলে রাশিয়ার ওপর এবং তার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপরও উচ্চ হারে শুল্ক বসানোর হুঁশিয়ারি ট্রাম্পের।

এসএইচ