টিএসএমসিকে ৩ লাখ চিপের অর্ডার এনভিডিয়ার

চীনের পতাকা, এনভিডিয়ার চিপ
চীনের পতাকা, এনভিডিয়ার চিপ | ছবি: এখন টিভি
0

চুক্তিভিত্তিক চিপ নির্মাতা টিএসএমসিকে ৩ লাখ চিপের অর্ডার দিয়েছে এনভিডিয়া। সম্প্রতি ট্রাম্প প্রশাসন চীনে চিপ সরবরাহের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তাতেই চীনে চাহিদা বেড়েছে চিপের। এ বাড়তি চাহিদার যোগান দিতেই এনভিডিয়ার এমন সিদ্ধান্ত।

এর আগে, নিরাপত্তা ইস্যুতে গত এপ্রিলে চীনে এনভিডিয়ার এইচ-২০ চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তারও আগে ২০২৩ সালের নিষেধাজ্ঞার ফলশ্রুতিতেই এনভিডিয়া শুধু চীনের বাজারের জন্যই এইচ-২০ চিপ ডিজাইন করে। 

আরও পড়ুন:

টিএসএমসির এ সাপ্লাই এনভিডিয়ার স্টককে ৬ থেকে ৭ লাখে উন্নীত করবে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ২০২৪ সালেই এনভিডিয়া প্রায় ১০ লাখ এইচ-২০ চিপ বিক্রি করেছে।

এসএইচ