টিএসএমসিকে ৩ লাখ চিপের অর্ডার এনভিডিয়ার
চুক্তিভিত্তিক চিপ নির্মাতা টিএসএমসিকে ৩ লাখ চিপের অর্ডার দিয়েছে এনভিডিয়া। সম্প্রতি ট্রাম্প প্রশাসন চীনে চিপ সরবরাহের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তাতেই চীনে চাহিদা বেড়েছে চিপের। এ বাড়তি চাহিদার যোগান দিতেই এনভিডিয়ার এমন সিদ্ধান্ত।