চাঁদাবাজি ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল | ছবি: এখন টিভি
2

সারাদেশে চলমান চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নৃশংস হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ (শনিবার, ১২ জুলাই) বেলা ১২টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের এস এস রোড হয়ে বাজার স্টেশন মুক্তির সোপানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আকারে সমাবেশ করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন:

এসময় শিক্ষার্থীরা বলেন, সারাদেশে পরিকল্পিতভাবে সন্ত্রাস, চাঁদাবাজি ও বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে একটি আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই ও গণতান্ত্রিক পন্থায়ের বিরুদ্ধে সোচ্চার হতে সকলকে আহ্বান জনাচ্ছি।

সেজু