ইউক্রেনে আবারও অস্ত্র সহায়তা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

ইউক্রেনে আবারও অস্ত্র সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার হামলা থেকে নিজেদের রক্ষায় ইউক্রেনকে এ অস্ত্র পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে প্রতিরক্ষা অস্ত্র পাঠাবে বলে জানান ট্রাম্প। রাশিয়া এখন ব্যাপকভাবে ইউক্রেনের ওপর হামলা করছে বলেও মন্তব্য করেছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। আজ (মঙ্গলবার, ৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তা সংস্থাটি বলছে, রাশিয়ার আক্রমণের মুখে ইউক্রেন যেন আত্মরক্ষা করতে পারে, সে জন্য দেশটিকে আরও অস্ত্র সহায়তা পাঠানো হবে বলে সোমবার (৭ জুলাই) ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি স্পষ্ট করেছেন, এসব হবে মূলত প্রতিরক্ষামূলক অস্ত্র।

হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘রাশিয়া ইউক্রেনের ওপর তীব্র হামলা চালাচ্ছে এবং সেজন্য দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।’

হোয়াইট হাউজে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নৈশভোজ শুরুর আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা আরও কিছু অস্ত্র পাঠাতে যাচ্ছি। আমাদের এটা করতেই হবে। ইউক্রেনকে আত্মরক্ষার সুযোগ দিতে হবে।’

এ সময় তিনি বলেন, ‘ওরা (রাশিয়া) এখন প্রচণ্ডভাবে ইউক্রেনকে আঘাত করছে।’

সিএনএনের খবর অনুযায়ী এর আগে গত সপ্তাহে মার্কিন প্রশাসন ইউক্রেনের অস্ত্রের কিছু চালান স্থগিত করে দিয়েছিল। স্থগিত করা চালানে ক্ষেপণাস্ত্র এবং রাশিয়ার মিসাইল ধ্বংস করার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সরঞ্জাম ছিলো। সেসময় মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছিলেন, ইউক্রেনে সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি নিজেদের অস্ত্রের মজুতও সমৃদ্ধ করতে হবে।

ইএ