ইসরাইলের বিরুদ্ধে ‘পাল্টা হামলা’ অব্যাহত রাখার ঘোষণা ইরানের

ইসরাইলে ইরানের হামলা
ইসরাইলে ইরানের হামলা | ছবি: রয়টার্স
0

ইসরাইলের বিরুদ্ধে পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, গতকাল (শুক্রবার, ১৩ জুন) রাতে ইরানের ওপর ইসরাইলি হামলার জবাব শেষ হয়নি। বরং ইসরাইলের বিরুদ্ধেও ইরানি হামলা ‘চলবে’।

নাম প্রকাশ না করে একজন কর্মকর্তার বরাতে ফার্স এ তথ্য দিয়েছে। বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই কর্মকর্তা জানিয়েছেন, ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাতে জানিয়েছে যে, ভবিষ্যতে ইরান ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করতে পারে।

আরো পড়ুন:

অপারেশন রাইজিং লায়নের ২৪ ঘণ্টা না পেরোতেই রাতভর অপারেশন ট্রু প্রমিজ থ্রি পরিচালনা করেছে ইরান। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রামাত গান এলাকা। বেসামরিক স্থাপনা ও যানবাহন নিমিষেই পরিণত হয় কংক্রিট-ইস্পাতের জঞ্জালে। আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ছুটে যায় হাসপাতালে। অ্যাম্বুলেন্স ও সাইরেনের শব্দে ইসরাইলজুড়ে তৈরি হয় ভীতিকর পরিবেশ।

ইরানের হামলায় দুই ইসরাইলি ব্যক্তি মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৬৩ জন।

ধ্বংসস্তূপের দৃশ্য দেখে সামরিক বাহিনীর সমর্থনে রাস্তায় উল্লাস প্রকাশে নেমে আসে ইরানের সাধারণ মানুষ। এ সময় হাতে শোভা পায় ইরান ও আইআরজিসির পতাকা। উল্লাসের সময় স্মরণ করা হয় শুক্রবারের হামলায় নিহত ইরানি পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের।

এসএস