৮০ বছর বয়সী একজন নারী, ৪টি টিকা নেয়ার পরও কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে আসতে হবে ভাবেননি তিনি। নিউরো জটিলতায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তির পর কোভিড শনাক্ত হয় তার। পরে ডিএনসিসি হাসপাতালে চিকিৎসা নিয়ে তার অক্সিজেন-নির্ভরতা কমেছে।
ডিএনসিসিতে ঈদের মধ্যেই শনাক্ত ১৬ জনের তিন জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন, যাদের ইতিপূর্বে টিকা নেয়ার পাশাপাশি রয়েছে অন্যান্য শারীরিক জটিলতা।
চব্বিশের জুন থেকে চলতি বছরের ৩ জুন পর্যন্ত কোভিডে মৃত্যুশূন্য ছিলো বাংলাদেশে। এক বছর পর একজনের মৃত্যু ও গত ৯ দিনে ৪২ জনের আক্রান্ত হওয়ার খবর দুশ্চিন্তা বাড়িয়েছে।
তবে ভাইরোলজিস্ট অধ্যাপক সাইফুল্লাহ মুন্সী বলছেন, কোভিডের নতুন দু’টি ভ্যারিয়ান্টের সংক্রমণের গতি বেশি হলেও ক্ষতি করবার ক্ষমতা কম।
এদিকে, ভারতে একদিনে ৬ ও চলতি বছরে ৬০ জনের বেশি মৃত্যু আতঙ্ক বাড়িয়েছে পাশ্ববর্তী দেশগুলোতে।