সামাজিক নিরাপত্তায় বরাদ্দ ১ লাখ ১৬ হাজার ৭৩১ কোটি টাকা

জাতীয় বাজেট
জাতীয় বাজেট | ছবি: এখন টিভি
0

২০২৫-২৬ অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে ১ লাখ ১৬ হাজার ৭৩১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এক্ষেত্রে, পেনশন ছাড়া সামাজিক নিরাপত্তার জন্য বরাদ্দ দাঁড়াবে ৯১ হাজার ২৯৭ কোটি টাকা। আজ (সোমবার, ২ জুন) বিকেল ৩টা থেকে আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাব (পূর্ব-রেকর্ডকৃত) উপস্থাপন করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

এর আগে, দুপুরে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে অনুমোদন দেয়া হয়েছে ২০২৫-২০২৬ অর্থবছরের ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট প্রস্তাবনা।

আরো পড়ুন:

বাজেট ঘোষণায় অর্থ উপদেষ্টা আরো জানান, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের জন্য ৪০৫ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব রয়েছে।

আরো পড়ুন:

এ ছাড়া খাদ্যবান্ধব কর্মসূচির মেয়াদ আগামী অর্থবছরে ৬ মাসে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। একইসঙ্গে বর্তমানে সহায়তাপ্রাপ্ত ৫০ লাখ পরিবারের অতিরিক্ত আরো ৫ লাখ পরিবারকে এর আওতাভুক্ত করার প্রস্তাব করা হয়।

এনএইচ