এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের স্বজনেরা সড়কে গাড়ি আটকে বিক্ষোভ করেন। পরে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত আসিফ সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের মেহের আলীর ছেলে। আর গুরুতর আহত রাকিবুল ইসলাম শুভ যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা দুজনেই পালবাড়িতে অবস্থিত টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
নিহতের স্বজন ও পুলিশ জানিয়েছে, আগামী মাসে নিহত আসিফের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। এ জন্য যশোর পাসপোর্ট অফিসে পাসপোর্টের আবেদন করেন। আজ তার পাসপোর্ট দেওয়ার দিন ছিল।
দুপুরে তার কলেজের বন্ধু রাকিবকে নিয়ে পাসপোর্ট আনতে যান। ফেরার পথে ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আসিফের মৃত্যু হয়।
যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত বলেন, ‘ঘাতক ট্রাকটি আটক করা গেছে। ট্রাকটির চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’





