পূর্বাভাসে জানানো হয়, বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো ও হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ (বুধবার) থেকে বর্ধিত আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম উপকূলের দিকে অগ্রসর হতে পারে। কাল সূর্যোদয় ভোর ৫টা ১৩ মিনিটে।
উপ-পরিচালকের পক্ষে সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস জানায় আবহাওয়া অধিদপ্তর।





