ইতালি সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান

এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন
এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন | ছবি: সংগৃহীত
0

ইতালি সফর শেষে দেশে প্রত্যাবর্তন করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন (বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি)। আজ (শুক্রবার, মে) সকালে দেশে আসেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে, ইতালির বিমানবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল লুকা গোরেট্টি আমন্ত্রণে ৭ মে ঢাকা ত্যাগ করেন হাসান মাহমুদ খাঁন।

তিনি ৮ থেকে ৯ মে অ্যারোস্পেস পাওয়ার কনফারেন্স (এএসপিসি)-২০২৫ এ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমানবাহিনীর প্রধান, ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ ছাড়াও, বিমানবাহিনী প্রধান ইতালির সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘লিওনার্দো এসপিএ’র আমন্ত্রণে লিওনার্দো ফ্যাসিলিটিজ পরিদর্শন করেন।

বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ-ইতালির মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে; যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে বলেও আইএসপিআর থেকে জানানো হয়।

এনএইচ