ইউক্রেনকে সরাসরি অস্ত্রবিরতির আলোচনার প্রস্তাব পুতিনের

ভলোদিমির জেলেনস্কি ও  ভ্লাদিমির পুতিন
ভলোদিমির জেলেনস্কি ও ভ্লাদিমির পুতিন | ছবি: সংগৃহীত
0

৩ বছর ধরে চলমান যুদ্ধে এই প্রথম ইউক্রেনকে সরাসরি অস্ত্রবিরতির আলোচনার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রন-রাশিয়া যুদ্ধ বন্ধে আগামী ১৫ মে তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সাথে আলোচনায় বসতে চান তিনি।

আজ (শনিবার, ১০ মে) টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে পুতিন বলেন, ‘মস্কো সরাসরি আলোচনা করতে আগ্রহী। ইউক্রেনের সাথে বৈরিতার কারণ অনুসন্ধান করে তা সমূলে উৎপাটন করতে হবে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার পথেই হাঁটতে চায় রাশিয়া। এর আগে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইউক্রেনে সফরকালে রাশিয়াকে ৩০ দিনের নিঃশর্ত অস্ত্রবিরতির প্রস্তাব দেন।’

তিনি আরো বলেন, ‘আমরা সিরিয়াস আলোচনা চাই। সংঘাতের মূল কারণ উপড়ে ফেলতে এবং একটি দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তির দিকে এগিয়ে যাওয়া শুরু করতে চাই।’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ও ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁসহ ইউরোপীয় নেতারা ইউক্রেন সফর করে রাশিয়াকে ৩০-দিনের শর্তহীন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার আহবান জানানোর পর পুতিন এমন প্রস্তাব দিলেন।

সেজু